স্বাস্থ্য ভবনের সামনে মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে পুলিশ-বিজেপি কর্মীদের বচসা, উত্তেজনা
স্বাস্থ্য ভবনের সামনে বিজপির মঞ্চ তৈরি করাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্ক জড়ালো দলীয় নেতৃত্ব। রবিবার রাতে বিজেপির বিক্ষোভ কর্মসূচির আগের দিন মঞ্চ তৈরি আটকালো পুলিশ। স্টেজ তৈরিতে বাধা দেওয়াকে ঘিরে পুলিশের সঙ্গে বচসা চললো বিজেপি কর্মীদের। আগামীকাল, সোমবার সল্টলেকে স্বাস্থ্য ভবনের সামনে ফেক স্যালাইন কান্ডের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থাকবেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতৃত্ব। আজ সেই কর্মসূচির জন্য স্টেজ তৈরি করতে যায় বিজেপি কর্মীরা। তখনই তাদের স্টেজ তৈরিতে বাধা দেয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এরপরেই পুলিশের সঙ্গে বচসা বাঁধে বিজেপি কর্মীদের। মূলত মঞ্চ তৈরির অনুমতি নিয়েই বচসার সৃষ্টি। বিজেপি কর্মীদের দাবি তাদের কাছে অনুমতি থাকলেও পুলিশ তাদের বাধা দিচ্ছে। তবে পুলিশের দাবি তাদের কাছে কোন লিখিত অনুমতি নেই। দেখা যায়, মঞ্চ তৈরির সামগ্রী, মাইক পুলিশ তুলে নিয়ে গাড়িতে তোলে।